বান্দরবানের ৯নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা: ৩১ দফার পক্ষে জনমত তৈরির আহ্বান

মিনহাজুল ইসলাম, জাগ্রত পাহাড় ডেস্ক।


বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওয়ার্ডের স্থানীয় জনগোষ্ঠী, নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির পক্ষে জনমত গড়ে তোলা এবং বান্দরবান-৩০০ আসনে দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকের রাজপুত্র সাচিং প্রু জেরীকে বিজয়ী করার আহ্বান।

সভায় বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, প্রশাসনিক কাঠামোর সংকট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে জনগণ আজ পরিবর্তন প্রত্যাশা করছে। বিএনপির ৩১ দফার রাষ্ট্র পুনর্গঠন পরিকল্পনা একটি যুগোপযোগী রোডম্যাপ হিসেবে জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। তারা মনে করেন, এ দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সুশাসন, স্বচ্ছতা, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

বক্তারা আরও বলেন, বান্দরবানের পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়নব্যবস্থার বৈষম্য কাটিয়ে উঠতে দরকার শক্তিশালী রাজনৈতিক উদ্যোগ। সাচিং প্রু জেরীকে একজন শিক্ষিত, প্রগতিশীল এবং তরুণ নেতৃত্ব হিসেবে উল্লেখ করে বক্তারা তাকে নির্বাচিত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেজাম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে সকলের প্রতি আহ্বান জানান। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ, দলের ৩১ দফা ব্যাখ্যা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় ওয়ার্ডের তরুণ ভোটার, প্রবীণ নাগরিক, নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠান শেষে বিএনপি নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *