আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, নেতাকর্মীদের গণপিটুনি দেয় জনগন

নিউজ ডেস্ক:

রাজধানীর মতিঝিলে ঝটিকা মিছিল করার সময় কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে স্থানীয়রা।

এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনিও দেওয়া হয়েছে। বুধবার দুপুরের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ১৫-২০ জন নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিল করার চেষ্টা করলে পেছন থেকে ‘ধর ধর’ বলে ধাওয়া দেন স্থানীয়রা।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীকে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে তাদের কয়েকজনকে আটক করে মারধর করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *