নিউজ ডেস্ক:
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে সানু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আলীকদম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।