অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা রুবেল

নিউজ ডেস্ক:

অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেল।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা ছাত্রদলে যোগ দেন।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘এরমধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ও তারা সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছেন। নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন।’

মো. রুবেল জানান, ইসলামী শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বিষয়ে আমার কাছে প্রশ্নবিদ্ধ হলে সংগঠন থেকে অব্যাহতি নিই। ছাত্রদলে যোগদানের পর নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ভুল পথে পরিচালিত হয়ে নিজের শৈশব ও যৌবনের কিছু অংশ তাদের দিয়েছি, মামলা খেয়েছি।’

মো. রুবেল ২০১২ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। ইসলামী ছাত্র শিবিরে যোগদানের পর তিনি টানা দুবার রামগড় উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর পর্যায়ক্রমে পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলায় সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক ও জেলা প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *