নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশে মিয়ানমারের সেনা–বিজিপির ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বিজিবি।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নম্বর পিলারের কাছে মনজয় পাড়া এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং বাকিরা বিজিপির সদস্য বলে জানা গেছে। আটকরা হলেন—মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন ও (৪২), বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩০), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।

এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আরাকান আর্মির দখলকৃত ক্যাম্পগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ফলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *